আজ শনিবার (১১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ তিনদফা দাবিতে আয়োজিত সমাবেশে এমন অভিযোগ করেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, ক্ষমতাসীনরা পরিকল্পিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা গড়ে তুলেছে। আর এ জন্যই সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি সুস্থ হয়ে রাজনীতিতে ফিরলে ক্ষমতায় টিকতে পারবেন না- তাই বেগম জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, তাদের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। তবে লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের বিজয় আসবে।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ক্ষমতায় টিকে থাকতে সবকিছু ধ্বংস করছে সরকার, কারাগারকে এখন টর্চার সেলে পরিণত করা হয়েছে।
ভারতের তাঁবেদারদের হটাতে পারলেই বেগম জিয়ার মুক্ত হবেন বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আওয়ামী লীগ বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ, সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আর বাংলাদেশটা ফেলানীর মতো কাঁটাতারের বেড়ায় ঝুলছে।