কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ গমন!

: উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ৭ মাস আগে

বরিশাল উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন চেয়ারম্যান যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদেশ ভ্রমণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে চেয়ারম্যানের বিদেশ ভ্রমণের বিষয়ে কিছুই জানেন না উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার প্রশাসনের কাউকে না জানিয়ে  বিদেশ ভ্রমণ করতে গেছেন।

স্থানীয় সরকার মন্ত্রনালয়ে বিধি মতে- কোনো জনপ্রতিনিধিকে  বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ অনুমতি অথবা ছুটি নিয়ে যাওয়ার বিধান থাকলেও তিনি তার কিছুই মানেন নি। তিনি কাউকে না জানিয়ে শনিবার সকাল ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে মালেয়শিয়া গমন করেন । তবে এই ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি।

এ বিষয় সাতলার ইউপি সচিব মো. খোকন  জানান চেয়ারম্যান সাহেব ভ্রমণের জন্য বিদেশ গেছেন ২-১ দিনের মধ্যে চলে আসবেন। ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, ইউপি আমি প্যানেল চেয়ারম্যান হওয়ায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে মৌখিকভাবে তিন দিনের জন্য ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গমন করেন তিনি।

মালয়েশিয়া সফরের বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, তিনি বিদেশে গেছেন কি না, তা তার জানা নেই।

#