বাউবির এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ভর্তি ইচ্ছু যে সকল আবেদনকারী জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সমমানের সনদ নেই তাঁদের ভর্তি পরীক্ষার ফল রবিবার (১২ মে) প্রকাশিত হয়েছে।

ভর্তি কমিটির সভাপতি ড. মো. জাকিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের হাতে এ ফলাফল তুলে দেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. ইকবাল হুসাইন, মেহেরীন মুনজারীন রত্না, ড. মো. শহীদুর রহমান ও আল-আমিন সরকার উপস্থিত ছিলেন।

উক্ত ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৪,৮৭৮ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ৩,৯২৭ জন।

#