মেঘনায় মাছধরার অপরাধে ১৪ জেলে আটক

: চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ৮ মাস আগে

চাঁদপুর মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছধরার অপরাধে ৩ নৌকাসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। গতকাল শনিবার (১১ মে) সকালে এদেরকে আটক করা হয়েছে বলে চাঁদপুর নৌ থানা পুলিশের ওসি কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউনিয়নস্থ মিনি কক্সবাজার নামক স্থানে মেঘনা নদী হতে এসআই সাজ্জাদ হোসাইন ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে তিনটি জেলে নৌকা, জালসহ জব্দ ও ১৪ জেলেকে আটক করা হয়।

#