‘জলবায়ু ঝুঁকি হতে বিশেষ চাহিদাসম্পন্নদের সুরক্ষায় কাজ করছি’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জলবায়ু ঝুঁকি হতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সুরক্ষার জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার। বর্তমান সরকার হোল অব সোসাইটি এপ্রোচে কাজ করার ফলে সমাজের অসহায় মানুষের সুরক্ষা ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যাতে সকল প্রতিবন্ধকতা দূর করে জীবনে সফল হতে পারে তার জন্য সরকার সবকিছু করছে।
আজ মঙ্গলবার (১৪মে) বাংলাদেশ সচিবালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের নিয়ে কাজ করা আফিয়া কবির আনিলার সাথে আলাপকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
এর পূর্বে মন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির সাথে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন।

#