স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করেছে এক বন্দুকধারী। বিবিসি জানিয়েছে বুধবার (১৫ মে) মধ্যাঞ্চলের হ্যান্ডলোভাতে একটি সরকারি বৈঠক শেষে বের হয়ে আসার পর সেখানে উপস্থিত জনতার মধ্য থেকে বন্দুকধারী ফিকোকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। ফিকোর পেটে চারটি গুলি লেগেছে।

গুলিবিদ্ধ হওয়ার পর রবার্ট ফিকোকে একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন রবার্ট ফিকো। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

স্লোভাকিয়ান সম্প্রচার মাধ্যম টিএ-৩ জানিয়েছে, ফিকোর পেটে চারটি গুলি লেগেছে। বুধবার স্থানীয় সময় বিকেলে হ্যান্ডলোভা শহরের হাউস অব কালচারের সামনে তিনি গুলিবিদ্ধ হন।

#