বাংলাদেশ ও আয়ারল্যান্ড গত সোমবার ডাবলিনে প্রথমবারের মতো ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিবার্ষিক পরামর্শে প্রথম সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং আইরিশ সমকক্ষ মহাসচিব জোসেফ হ্যাকেট আয়ারল্যান্ড প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশন ও লন্ডনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এফওসিতে অংশ নেন। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে ৫২ বছরের কূটনৈতিক সম্পর্কের মধ্যে এই প্রথম কোনো চুক্তি স্বাক্ষরিত হল।
পররাষ্ট্র সচিবমাসুদ বিন মোমেন আয়ারল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেন ম্যাকব্রাইডকেও শ্রদ্ধা জানান। যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন।
উভয় পক্ষ ভবিষ্যতে জলবায়ু সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিকভাবে ক্ষয়-ক্ষতির তহবিল, অভিযোজন এবং নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে বাংলাদেশের অফশোর উইন্ড এনার্জি প্ল্যান্টে বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন। গাজা পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ এবং রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা করেন বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রতিনিধিদল।