সুশীল সমাজের সঙ্গে লুর মানবাধিকার ও জলবায়ু ইস্যু নিয়ে আলোচনা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago
ছবি : সংগৃহীত

ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ক‌রেছেন। মঙ্গলবার (১৪ মে) বিকালে গুলশানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হা‌সের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণমাধ্যমকর্মী, মানবাধিকার, শ্রমিক নেতা ও জলবায়ুকর্মীরা ছি‌লেন।

ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন- ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, মানবাধিকারকর্মী নুর খান, চাকমা সার্কেলের রানী ও মানবাধিকারকর্মী ইয়ান ইয়ান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্দোলনের সংগঠক সোহানুর রহমান, তরুণ সংগঠক মাহমুদা আক্তার (মনীষা) প্রমুখ। এছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউএসএআইডির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ডোনাল্ড লু সুশীল সমাজের সঙ্গে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছেন। মানবাধিকার, শ্রম অধিকার, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গসহ আলোচনায় স্থান পেয়েছে জলবায়ু অভিযোজন।

এর আগে দুই দি‌নের সফ‌রে আজ দুপু‌রে ঢাকায় আসেন ডোনাল্ড লু। বিমানবন্দরে লু-কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

#