লুৎফা শাহিন-এর গদ্যকবিতা

: কালস্রোত ডেস্ক
প্রকাশ: ২ years ago

সম্পর্ক আমার ধ্বনিজন্মের গ্রাম :

নতুন বাড়িতে প্রথম বিকেলে সর্ম্পকের রোদ এসে পড়ল

বিচ্ছিন্নতার মহাভাষ্য থেকে

আর আমি ব্যক্তিগত রোদের কাতরতাবিজড়িত বিভ্রান্তকর জীবনে

আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকতার সম্পর্কের ভেতর প্রবেশ

করছি। আমরা মূলত প্রতিদিন সম্পর্কের মাদকতায় কঠিন

বাস্তবতার অনুভূতিতে স্বর্গলোকের এক পলক দৃষ্টির ছায়া পড়ে,

এই মুগ্ধতায় বুঁদ থাকি, এ এক সীমাহীন আকর্ষণ- যা কেবল

ঈশ্বরই জানেন।

পাওয়ার তীব্র ইচ্ছে নিয়ে ঘুড়ি উড়িয়ে মুক্ত আকাশে খুঁজে

ফিরি আপনজনের ঠিকানা- ইতস্তত মনের ছোট্ট কুঠরিতে

সম্পর্কগুলো আটকে দিলে দমবন্ধ আসে দুঃসময়ে নিঃশ্বাস

ছোটো হয়ে যায় ! তাই বৈরাগ্য ও সন্ন্যাস জীবন আসক্তিহীন

হয়ে পড়লে মুক্ত স্বাভাবিক জীবনে ভালোবাসা বেশ প্রয়োজন।

সম্পর্কগুলোর গভীরতা এক কানাকড়ি বাদ যায় না এই অনুরক্ত

ভালোবাসার দিনযাপনে। অনেককিছু সময়ের প্রয়োজনে

নিষ্প্রয়োজনবোধ হয়, আসলে কোনো সম্পর্ক

নিষ্প্রয়োজন নয়। চিন্তার শূন্য বাগানে একা হলেও সম্পর্কের

বাগানগুলো বৈচিত্র্যের রহস্যজনক আনন্দের মাত্রাযোগ বুকের

ভেতর নুপুরের ছন্দের তালে সম্পর্কের ছন্দ বাঁজে ! এই এক পরম

মুগ্ধতা, নিবিড় আকর্ষণ, হৃদয়ের ব্যস্ত স্বচ্ছ বায়ুতে সেই

ঈশ্বরের প্রাপ্তির অতল সমুদ্রে রক্তের সর্ম্পক শীতল হয়ে যায়

দ্বিবিধ আকাশে-

অতপর আসলে মানুষ বিকেলের আকাশে চোখ রেখে আলোর অঞ্চলে

উচ্ছন্ন তন্ময় সৃষ্টিদিনে সম্পর্ক টিকে থাকে অনন্ত স্বপ্নে।

#