সীতাকুণ্ডের এসিল্যাণ্ড পেলেন সেরা উদ্ভাবনী পুরস্কার

: সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৭ মাস আগে

এসিল্যাণ্ড অফিসে নিয়মিত গণশুনানি পরিচালনার জন্য ভূমি সংস্কার বোর্ড কর্তৃক আয়োজিত ‘সেরা উদ্ভাবনী উদ্যোগ’ শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলা উদ্দীন।

জানা গেছে, ভূমি সংস্কার বোর্ডের আয়োজনে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত বুধবার বিকেলে ঢাকায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। তথ্যপ্রযুক্তির সম্প্রসারণ ও উদ্ভাবনের মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলা উদ্দিনকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের পুরস্কার প্রদান করা হয়।

৮টি বিভাগ থেকে ২ জন করে থেকে মোট ১৬ জন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাদের নিজ নিজ উপজেলায় গৃহীত উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করেন। এই প্রতিযোগিতায় ৩ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ আলা উদ্দিনের উদ্যোগ প্রথম স্থান অর্জন করে ।

#