পুতিন-জিনপিং বৈঠকে কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রত্যয়

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

চীনের বেইজিংয়ে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে তারা রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আল জাজিরার প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (১৬ মে) সকালে চীনেপৌঁছান পুতিন। এরপর বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় তারা দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একটি চুক্তি সই করেন।

এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে জিনপিং বলেন, চীন ও রাশিয়ার উন্নতি ও সফলতার লক্ষ্যে তারা যৌথভাবে কাজ করে যেতে চায়। তারা বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেও ঐক্যবদ্ধ। বেইজিং থেকে আল জাজিরার এক প্রতিনিধি জানান, জিনপিং বক্তব্যে দুই দেশের মধ্যকার গভীর সম্পর্কের ব্যাপারে জোর দিয়েছেন। জিনপিং আরও জানান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারেও তিনি আশাবাদী।

জিনপিংয়ের বরাত দিয়ে গনমাধ্যমকে জানান, বর্তমান বিশ্বে একটি রাষ্ট্র জোর করে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এই বিশেষ রাষ্ট্র হিসেবে তিনি মূলত যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেছেন বলে আল জাজিরার প্রতিনিধি উল্লেখ করেন।

বিপরীতে পুতিন সংবাদ সম্মেলনে রাশিয়ার পাশে থাকার জন্য জিনপিংকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় জাতিসংঘ ও জি-২০-কে উদ্দেশ করে তিনি বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাশিয়া-চীন যৌথভাবে কাজ করবে।

এ সময় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অকাস জোটের অপতৎপরতারও নিন্দা জানান পুতিন। ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে নিয়ে অকাস জোট গঠিত হয়। এ জোটকে নিজেদের নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে চীন।

#