এআইবিএস ফেলোশিপ পেয়েছেন সাবরীনা আহমেদ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

পেশাগত উন্নয়নে বাংলাদেশ থেকে ২ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ফেলোশিপ দিয়েছে আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিস (এআইবিএস)। এ ফেলোশিপ পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাবরীনা আহমেদ ও এশিয়ান ইউনিভার্সিটির প্রভাষক ফিরোজা স্বপ্নিল।

সাবরীনা আহমেদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও মানবিক বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ইউনিভার্সিটি অব টেনেসির (নক্সভিলে) এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড পলিসি স্টাডিজ ডিপার্টমেন্টের অধীনে এ ফেলোশিপ পান। সাবরীনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে  স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি থেকে তিনি অ্যাপ্লাইড লিঙ্গ্যুইস্টিক ও ইএলটি’র ওপর স্নতকোত্তর ডিগ্রি। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া  থেকে পোস্ট-ডক্টরাল করছেন। একই বিশ্ববিদ্যারয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) হল আমেরিকান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি সহায়ক সংঘ, যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একাডেমিকদের সম্পৃক্ততা এবং গভীর বোঝাপড়ার জন্য নিবেদিত।

প্রসঙ্গত, আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিস (এআইবিএস) ২০২৪ সালের এআইবিএস ফেলোদের নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ৭টি এবং বাংলাদেশের নাগরিকদের জন্য ৯টিসহ এ বছর ১৬ জন এআইবিএস ফেলোশিপ পেয়েছেন। ফেলোশিপ মোট পাঁচটি বিভাগে দেওয়া হয়েছে।

#