ঢাবিতে ‘আসাম ভাষা দিবস’ পালিত

: ঢাবি প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের নেতৃত্বে আসামের বাংলা ভাষা শহিদ দিবস উদযাপন কমিটি ও ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের নেতৃবৃন্দ আজ রোববার (১৯ মে) রবিবার কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। প্রতিবছর ১৯ মে আসামের বাংলা ভাষা শহিদদের স্মরণে শহিদ দিবস উদযাপিত হয়।

এ সময় ১৯৬১ সালের ১৯ মে ভারতের আসামে মাতৃভাষা বাংলাকে রাজ্যভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার দাবিতে শহিদ হওয়া সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে করে এক মিনিট নিরবতা পালন করা হয়। তাছাড়া আসামের ১১ জন ভাষা শহিদদের স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

#