ইরানের সর্বোচ্চ নেতার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম অনুমোদন

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবারের নাম অনুমোদন করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি দুই মাস এ দায়িত্ব পালন করবেন। এর মধ্য দিয়ে দেশের নেতৃত্ব দেয়ার পথ সুগম হলো তার।

২০২১ সালের নির্বাচনে রাইসি ক্ষমতায় আসার পর মোখবারকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়। ৬৮ বছর বয়সী এই কূটনীতিক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ বলে পরিচিত। ২০১০ সালে ইউরোপিয়ান ইউনিয়ন মোখবারকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তৎপরতায় জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভূক্ত করে। সেতাদ নামে একটি বিনিয়োগ তহবিলের দায়িত্বেও ছিলেন তিনি। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ করার চুক্তি করতে মোখবার গত অক্টোবরে রাশিয়া সফর করেন।

সূত্র : বিবিসি বাংলা

#