বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছিল, রপ্তানি আয় যখনই দেশে আসুক না কেন, যে সময়ে আয় দেশে আসার সময় ছিল, সে সময়ের ডলারের দাম অনুযায়ী মূল্য পাবেন রপ্তানিকারক। এখন আবার সেই সিদ্ধান্ত বদলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যখন রপ্তানি আয় আসবে, তখনকার ডলারের দামেই মূল্য পাবেন রপ্তানিকারক।
বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে যে কেউ পুরোনো আয় দেশে আনলেও এখনকার ১১৭ টাকা ৫০ পয়সা দামে রপ্তানি আয় পাবেন।
দুই বছর ধরে চলা ডলারের সংকটের মধ্যে রপ্তানি আয় সময়মতো দেশে আনতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে রপ্তানি আয় সময়মতো দেশে আসছে না। সময়মতো আয় দেশে না আনলে অর্থ পাচারের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও এমন উদ্যোগ দেখা যায় না।