হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের মৃত্যুতে ইরানে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। আজ সোমবার (২০ মে) সকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এ শোক ঘোষণা করেন। এ সময় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ঘটে যাওয়া ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন খামেনি।
খামেনি বলেন, রাইসি একজন কঠোর পরিশ্রমী আলেম এবং একজন জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি ইরান, দেশ এবং ইসলামের জনগণের সেবায় তার জীবন উৎসর্গ করেছিলেন। ইরানি জাতি একজন উষ্ণ হৃদয়, বিনয়ী এবং মূল্যবান সেবককে হারিয়েছে। প্রেসিডেন্ট রাইসি সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও ইরানের জনগণের জন্য তার কঠোর পরিশ্রম বন্ধ করেননি।
তিনি ইরানি জাতির প্রতি সমবেদনা জানান এবং ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অনুমোদন দেন। পাশাপাশি নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করতে ইরানের পার্লামেন্ট ও বিচার বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
হেলিকপ্টার দুর্ঘটনায় রাষ্ট্রপতির সঙ্গে থাকা অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন খামেনি, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, তাবরিজ জুমার নামাজের নেতা এবং প্রাদেশিক গভর্নরও রয়েছেন।