এক হাজারেরও বেশি লোক সমাগমে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয়ে গেল মাল্টিকালচারাল ফেস্টিভা-২০২৪। ক্লনগ্রিফিনের ফাদার কলিনস পার্কে ষষ্ঠবারের মতো এই ইভেন্টটির আয়োজনে ছিল ডাবলিন সিটি কাউন্সিল, তাসনুভা শামীম ফাউন্ডেশন, বেলামাইন কমিউনিটি গ্রুপ ও ক্লনগ্রিফিন কমিউনটি এসোসিয়েশন। আয়ারল্যান্ডের বসবাসরত ৫০টিরও বেশি দেশের মানুষের অংশগ্রহন ছিল এই ফেস্টিভালে। ১৯ মে রবিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ ফেস্টিভালে নানা ধরনের স্টল নিয়ে বসেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।
তাসনুভা শামীম ফাউন্ডেশনের উদ্যোক্তা বাংলাদেশি বংশোদ্ভুত আইরিশ নাগরিক সাগর শামীম। তিনি বলেন, আয়ারল্যান্ড এখন একটি ছোট্ট পৃথিবী হয়ে উঠেছে, এখানে এখন বিশ্বের প্রায় সকল দেশেরই মানুষ কম বেশি বসবাস করে। আমরা প্রতিবছর এখানে এই মাল্টিকালচারাল ইভেন্টটি আয়োজন করি, লোকাল কাউন্সিল ও লোকাল কমিউনিটি গ্রুপগুলো এ কাজে আমাদের সাহায্য করে। প্রতিবারের মতো এবারেও এখানে হাজারেরও বেশি লোকজনের সমাগম হয়েছে। ৫০ টিরও বেশি দেশের মানুষ এখানে এসেছেন।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এ কনসাল্টেন্ট পদে কর্মরত এবং বাংলাদেশ কালচারাল সেন্টার, আয়ারল্যান্ড-এর পরিচালক রন্টি চৌধুরী জানান, প্রতিবছররে মতো এবারও যে সুন্দর আয়েজনটি হয়েছে তা ইতিবাচক আয়ারল্যান্ড তৈরিতে সাহায্য করবে।
প্রসঙ্গত, লাভিং আয়ারল্যান্ড শ্লোগান নিয়ে তৈরি হওয়া তাসনুভা শামীম ফাউন্ডেশন গত প্রায় দশ বছর ধরে আয়ারল্যান্ডে হোমলেস মানুষদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে। তারা প্রতি সপ্তাহে অন্তত ৫০০ হোমলেস মানুষকে বিনামুল্যো খাবার সরবরাহ করে। এছাড়াও বাংলাদেশে তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে, স্পেশাল চাইল্ডদের জন্যে আবাসিক-অনাবাসিক বিদ্যালয়, অরফানেজ ইত্যাদি।