স্কোপাসের স্বীকৃতি পেল বিএসএমএমইউ জার্নাল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

আন্তর্জাতিক জার্নাল ‘স্কোপাস’র স্বীকৃতি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জার্নাল। স্কোপাস ইনডেক্সে এই অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিএসএমএমইউ জার্নালের বিশ্ব স্বীকৃতি মিলল। নেদারল্যান্ডের এলসেভিয়ার পরিচালিত স্কোপাস স্বাস্থ্য, ভৌত, সামাজিক ও জীব বিজ্ঞানের একটি জার্নাল। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে এই স্কীকৃতির খবর জানানো হয়।

বিশ্ববিদ্যালয় জানায়, গত ১৯ মে বিএসএমএমইউ জার্নাল স্কোপাস ইনডেক্সের স্বীকৃতি লাভ করেছে। আন্তর্জাতিক স্কোপাস স্বতন্ত্র রিভিউ কমিটি ১৪টি মানদণ্ডের ওপর ভিত্তি করে বিএসএমএমইউ জার্নাল পর্যালোচনা করেছে এবং অনুমোদন দিয়েছে। এই মানদণ্ডগুলোর মধ্যে অন্যতম হলো প্রকাশিত পেপারের মান, পেপারের বৈচিত্র্যতা, সম্পাদকীয় বোর্ড মেম্বারদের আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈচিত্র্যতা, নিরপেক্ষ ও দায়িত্বশীল রিভিউ প্রক্রিয়া এবং প্রকাশিত ম্যানুস্ক্রিপ্টের সাইটেশন ইত্যাদি।

উপাচার্য কার্যালয়ে বিএসএমএমইউ জার্নালের সম্পাদনা বোর্ডের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে এই অর্জনে জার্নালের সম্পাদনা পরিষদের সদস্য ও জার্নাল অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিএসএমএমইউ উপাচার্য ও বিএসএমএমইউ জার্নালের মুখ্য সম্পাদক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

স্কোপাস জার্নালে এখন পর্যন্ত সারাবিশ্বের ২ লাখের বেশি গবেষক স্থান পেয়েছেন, যার মধ্যে ১৭৭ জন গবেষক বাংলাদেশি। এই র‌্যাংকিংয়ের স্কোপাস ইন্ডেক্সড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরা হয়।

#