উজিরপুরে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

: উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ৭ মাস আগে

আসন্ন উজিরপুর উপজেলা নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবাল উজিরপুর পৌরসভায় গণসংযোগ  শরু করেন। আজ বুধবার সকাল ৮টায় পৌরসভার ডাকবাংলো থেকে শুরু করে পুরান বাজার, উজিরপুর বাজার হয়ে টেম্পুস্টান্ড হয়ে উপজেলা হাসপাতাল, ইসলাদীসহ কালীর বাজার এসে গণসংযোগ শেষ করেন।

এ সময়ে তার সঙ্গে গণসংযোগে অংশগ্রহণ করেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও  পৌরমেয়র  গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর দপ্তর সম্পাদক আজিজুল হক সিকদার, কাউন্সিলর মো. মজিবুর রহমান সরদার, কাউন্সিলর নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন সবুজ, ইকবাল হোসেন বালি, আনিসুর রহমান নয়ন, আরিফ হোসেন মিয়া, শাহিন শরিফ, সাংবাদিক সুদেব মন্ডল, মনির হোসেন, সাবেক মহিলা কাউন্সিলর বিনা আক্তার, মহিলা লীগের নেত্রী সীমুসহ আরো শত শত নেতাকর্মী।

#