‘হত্যার পর খণ্ড খণ্ড হাড়-মাংসে হলুদ মিশিয়ে ব্যাগে ভরা হয়’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে
ছবি : সংগৃহীত

ঢাকায় বসে ২-৩ মাস আগে হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকায় না পেরে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কৌশলে  নেওয়া হয় কলকাতায়। সেখানে তাকে হত্যার পর শরীর টুকরো টুকরো করে হাড্ডি ও মাংস আলাদা করা হয়। এরপর হলুদ মিশিয়ে ব্যাগে ভরে ওই বাসা থেকে বের করা হয়েছে। তবে কোথায় মরদেহের খণ্ডিত অংশ ফেলা হয়েছে তা এখনো সনাক্ত করা যায়নি। এদিকে এমপি আনার হত্যা মামলায় আজ বৃহস্পতিবার  এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন,সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কৌশলে  নেওয়া হয় কলকাতায়। সেখানে তাকে হত্যার পর শরীর টুকরো টুকরো করে হাড্ডি ও মাংস আলাদা করা হয়। এরপর হলুদ মিশিয়ে ব্যাগে ভরে ওই বাসা থেকে বের করা হয়েছে। তবে কোথায় মরদেহের খণ্ডিত অংশ ফেলা হয়েছে তা এখনো সনাক্ত করা যায়নি।

তিনি আরো বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার পরিকল্পনা হয় দুই থেকে তিন মাস আগে। তারা পরিকল্পনা করেছিল ঢাকায় হত্যা করবে। কিন্তু বাংলাদেশ পুলিশের নজরদারি ও ঢাকায় হত্যাকাণ্ডের পরে সব হত্যার ক্লু পুলিশ বের করে নেবে বলেই হত্যাকারীরা কলকাতায় এ ঘটানা ঘটিয়েছে।

হারুন অর রশীদ বলেন, অপরাধীরা বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না বলেই কলকাতা বেছে নেয়। বাংলাদেশের মাটিতে অপরাধ করার সাহস পায়নি। তবে তারা এ হত্যাকাণ্ডের পর পালিয়ে থাকতে পারেনি। আমরা তিনজকে গ্রেপ্তার করেছি। আরও কয়েকজনকে নজরাদিতে রাখা হয়েছে।

এদিকে,বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিআইডির সদস্যরা গুরুত্বপূর্ণ তথ্য পান যে, গত ১৪ মে এমপি আনার একটি অ্যাপের ট্যাক্সিতে করে বারোনগর থেকে নিউ টাউনের ওই বাড়িতে যান। যেখানে তাকে পরবর্তীতে হত্যা করা হয়।

সূত্রটি আরও জানিয়েছে, নিউ টাউনের বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে ট্যাক্সি চালককে শনাক্ত করা হয়। আরও তথ্য জানার জন্য পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সদস্যরা সিসিটিভির বেশ কিছু ফুটেজ পেয়েছেন। যেগুলোতে দেখা যাচ্ছে, ওই একই ট্যাক্সিতে করে একাধিক ব্যক্তি নিউ টাউনের বাড়ি থেকে বের হচ্ছেন।

কোন নাম্বার থেকে ওই ট্যাক্সিটি ভাড়া করা হয় এবং যাদের বের হয়ে যেতে দেখা গেছে তাদের কোথায় নামিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে জানতে এখন এই ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের নিরাপত্তা বাহিনী।

#