বিজ্ঞান জাদুঘর পরিদর্শনে ৭২ সরকারি কর্মকর্তা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উচ্চতর প্রশিক্ষণ কোর্সে (এসিএডি) অংশগহণকারী উপসচিব পর্যায়ের এবং সশস্ত্রবাহিনীর সমপর্যায়ের ৭২ জন কর্মকর্তা আজ বৃহস্পতিবার (২৩ মে) বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করেন। এ সময় ‘বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, নদ-নদী দূষণকারী শিল্প কারখানার দূষণ বন্ধে স্যাটেলাইট প্রযুক্তির প্রয়োগ এখন সময়ের দাবি। প্রযুক্তি প্রয়োগ করলেই হবে না, প্রযুক্তির সঠিক ব্যবহারের সঙ্গে সরকারি কর্মকর্তাদের কঠোর সততা ও মূল্যবোধও থাকতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ শরীফ হাসান। এছাড়া সেমিনারে আলোচনায় অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ জসীম উদ্দিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মোহাম্মদ সালাহ্‌উদ্দিন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আসাদুজ্জামান।

#