ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের নির্দেশ আইসিজের

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ years ago

ফিলিস্তিনি জনগণকে রক্ষায় ব্যবস্থা নিতে দক্ষিণ আফ্রিকার অনুরোধে সাড়া দিয়ে শুক্রবার (২৪ মে) ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায়ে বলা হয়, ইসরাইলকে অবিলম্বে রাফায় সামরিক অভিযান এবং অন্য সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি  এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া মানবিক সহায়তার প্রবেশের জন্য মিশরের সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিতে বলেছে এই আদালত। পাশাপাশি তদন্তকারী এবং ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের জন্য গাজায় প্রবেশাধিকার ইসরায়েল যেন নিশ্চিত করে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।

ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গাজায় এবং বিশেষ করে রাফায় ইসরায়েলের অভিযান বন্ধে আইসিজে’র কাছে জরুরি ব্যবস্থা চেয়ে গত সপ্তাহে আবেদন করে দক্ষিণ আফ্রিকা। এছাড়া এর আগে দেশটি আন্তর্জাতিক এই আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিল।

#