মতলব উত্তরের চাঁন্দ্রাকান্দীতে খেলার মাঠ অবৈধভাবে দখলের অপচেষ্টা থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগণ। শনিবার (২৫ মে) বিকাল ৪টার সময় সাদুল্লাপুর ইউনিয়নের চাঁন্দ্রাকান্দি গ্রিনক্লাব খেলার মাঠে ‘এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আশে পাশের ১১টা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী’সহ, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে জানানো হয়- যদি দখলকারীরা চাঁন্দ্রাকান্দি এ মাঠের দখল করার অপচেষ্টা ছেড়ে না দেয় তাহলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে, খেলার মাঠরক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। এলাকার কয়েকজন প্রভাবশালী ঠিকাদার মিলে এই খেলার মাঠ দখল করে নেওয়ার অপচেষ্টা করছে বলে বক্তারা অভিযোগ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ, সোহেল মিয়াজী, নজরুল ইসলাম টিটু, রাশেদুল ইসলাম, আবুল কালাম, ইসমাইল মুন্সি, এস ই এল মডেল একাডেমির প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ, ইউপি সদস্য হালিম, ফরহাদ প্রধান, কালাম প্রধান, আশাদ বেপারি, সাবেক মেম্বার ফয়েজ, আশিক, তৌহিদ, রমজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।