বৈধপথে রেমিট্যান্স পাঠানোয় ৫০ জনকে অ্যাওয়ার্ড প্রদান

: ইউএই প্রতিনিধি
প্রকাশ: ২ years ago

সংযুক্ত আরব আমিরাতে কনস্যুলেট জেনারেল বাংলাদেশ-এর আয়োজনে গতকাল শনিবার (২৫ মে) কনস্যুলেট জেনারেল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বৈধপথে রেমিট্যান্স পাঠানো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়। এছাড়াও আরব আমিরাতে বসবাসরত বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশি ব্যক্তিবর্গকে সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুল রহমান চৌধুরী এমপি এবং বাংলাদেশ কনসালটেন্ট জেনারেল বি এম জামাল হোসেন।

বাংলাদেশ বৈধ পধে রেমিটেন্স প্রদানকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরীতে ৫০ জন রেমিট্যান্স যোদ্ধাকে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেছেন এসব যোদ্ধারা।

#