টর্নেডোর আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস, আরকানসাস, ওকলাহোমা লণ্ডভণ্ড হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার গভীর রাতে সাউদার্ন প্লেইনস অঞ্চলে ঝড় আঘাত করে। এতে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে।
টর্নেডো ও ঝড়কে কেন্দ্র করে কিছু বাড়িঘর এবং গ্যাস স্টেশন ধ্বংস হয়ে গেছে। একটি সড়কে কিছু গাড়ি উল্টে গেছে।
যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ–বিভ্রাটবিষয়ক তথ্য সংগ্রহকারী ওয়েবসাইটের তথ্য বলছে, ঝড়কে কেন্দ্র করে আমেরিকাজুড়ে প্রায় ৪৯ হাজার গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েন।
সূত্র: বিবিসি