বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক (বিপিএসএন) কর্তৃক ‘বাংলাদেশ জাতিরাষ্ট্রের উত্থান’ শীর্ষক একটি বিশেষ বক্তৃতা আজ মঙ্গলবার (২৮ মে)সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ঢাবির সাবেক উপ-উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
অধ্যাপক হারুন-অর-রশিদ তাঁর বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসকে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব অথবা (১৯৪৮-৫২) ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বিচার করলে তা হবে আংশিক, অপূর্ণাঙ্গ। বাংলাদেশ রাষ্ট্রের উত্থানকে বুঝতে হবে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক আত্মপরিচয়ের নির্মাণের ধারাবাহিকতায়। এই আত্মপরিচয় নির্মাণের বিকাশধারায় বাংলা ভাষার বিবর্তন, বাঙালির সংশ্লেষণবাদী ধর্মবিশ্বাস এবং স্বতন্ত্র জীবনধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করে বাঙালির আত্মপরিচয়কে পরিপূর্ণতা দিয়েছে।