প্রধানমন্ত্রীর সহকারী সচিব লিকুর নিয়োগ বাতিল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর চুক্তি বাতিল করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন। বুধবার (২৯ মে) চুক্তি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন বলা হয়- গাজী হাফিজুর রহমান লিকুর সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ আগামী ১ জুন হতে বাতিল করা হলো।

গাজী হাফিজুর রহমান লিকু ২০১৯ সালে প্রথম নিয়োগ পেয়েছিলেন। গত নির্বাচনের পর নতুন চুক্তি করে তাকে সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদ থেকে হাসান জাহিদ তুষারকে অব্যাহতি দেওয়া হয়।

#