বরিশালে সবুজ পৃথিবী গড়ার আহ্বানে নৌ-শোভাযাত্রা

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ৭ মাস আগে
ছবি : সংগৃহীত

ধান-নদী-খাল খ্যাত বরিশালে মান্তা সম্প্রদায়ের লোকজনকে নিয়ে তরুণ জলবায়ুকর্মীরা ব্যতিক্রমী নৌশোভাযাত্রার আয়োজন করে। শুক্রবার (৩১ মে) দুপুরে বরিশাল সদরের টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বুখাইনগর নদে।

‘চেঞ্জ ইনিশিয়েটিভ–এর সহযোগিতায় ১২টি প্রতিষ্ঠান ও তরুণ সংগঠন সারাদেশে নানা কর্মসূচি  হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বুখাইনগর নদে এ নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিঘাই, কালাবদর নদ ঘুরে লাহারহাট এলাকায় এসে শোভাযাত্রাটি শেষ হয়।

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অভিঘাত মোকাবিলায় ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য বিনিয়োগের দাবিতে বরিশালে নৌশোভাযাত্রা করেছেন মান্তা জনগোষ্ঠীর লোকজন। ন্যায্য রূপান্তরের মাধ্যমে একটি সবুজ পৃথিবী ও টেকসই ভবিষ্যতের আহ্বানে পরিবেশবাদী সংগঠন ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় অংশগ্রহণকারীদের হাতে ও নৌকাগুলোর ছাউনিতে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন শোভা পায়। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে নদের পাড়ে উৎসুক মানুষ ভিড় করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন মান্তা সম্প্রদায়ের সরদার মো. জসিম। এতে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রোগ্রাম ও পার্টনারশিপ সমন্বয়ক মো. আরিফুর রহমান, ইয়ুথনেটের জেলা সমন্বয়কারী আশিকুর রহমান, ইয়ুথনেটের বিভাগীয় সমন্বয়কারী মো. আশিকুর রহমান, ময়ূরী আক্তারসহ জলবায়ুকর্মীরা অংশ নেন।

মান্তা সম্প্রদায়ের সদস্যরা সারা বছর পরিবার নিয়ে নৌকায় বসবাস করেন। রান্নাবান্না, খাওয়া, ঘুমানো সবই চলে সেখানে। তাঁরা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে মান্তাদের প্রায় ৫০টি পরিবার লাহারহাট এলাকায় বসবাস করছে।

  • বরিশাল
  • বরিশাল কিসের জন্য বিখ্যাত
  • মান্তা সম্প্রদায়
  • #