দিনভর ভোট গণনার শেষে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সুস্পষ্টভাবে বিজয়ী হয়েছে বলে দাবি করলেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন রাতে দিল্লিতে বিজেপির সদরদফতরে দলের নেতা-কর্মীদের সামনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বিজয়ের এই মুহূর্তে আমি দেশের জনতাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গেই ধন্যবাদ জানাই এনডিএ-র সব সঙ্গীকে।
নরেন্দ্র মোদির এই দাবির ভিত্তি হলো, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ দেশের মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে অন্তত ২৯২টিতে হয় জিতেছে বা এগিয়ে আছে। অন্যদিকে, বিরোধী শিবিরের প্রধান জোট ইন্ডিয়া পেতে চলেছে ২৩২টির মতো আসন।
তবে সর্বশেষ জানা যায়- ভারতের লোকসভা নির্বাচনের এখন পর্যন্ত ৫০০টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২২৮টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৮৮টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।
অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৬টি, তৃণমূল কংগ্রেস ২৮টি, ডিএমকে ১৬টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১২টি, শিবসেনা (উদ্ভব) ৭টি, শিবসেনা (এসএইচএস) ৭টি, সিপিআই (এম) ৪টি ও আম আদমি পার্টি ৩টি আসনে জয় পেয়েছে।
দিনভর ভোট গণনার শেষে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সুস্পষ্টভাবে বিজয়ী হয়েছে বলে দাবি করলেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন রাতে দিল্লিতে বিজেপির সদরদফতরে দলের নেতা-কর্মীদের সামনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বিজয়ের এই মুহূর্তে আমি দেশের জনতাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গেই ধন্যবাদ জানাই এনডিএ-র সব সঙ্গীকে।
নরেন্দ্র মোদির এই দাবির ভিত্তি হলো, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ দেশের মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে অন্তত ২৯২টিতে হয় জিতেছে বা এগিয়ে আছে। অন্যদিকে, বিরোধী শিবিরের প্রধান জোট ইন্ডিয়া পেতে চলেছে ২৩২টির মতো আসন।
তবে সর্বশেষ জানা যায়- ভারতের লোকসভা নির্বাচনের এখন পর্যন্ত ৫০০টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২২৮টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৮৮টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।
অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৬টি, তৃণমূল কংগ্রেস ২৮টি, ডিএমকে ১৬টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১২টি, শিবসেনা (উদ্ভব) ৭টি, শিবসেনা (এসএইচএস) ৭টি, সিপিআই (এম) ৪টি ও আম আদমি পার্টি ৩টি আসনে জয় পেয়েছে।