উজিরপুরে উপজেলা চেয়ারম্যান হলেন ইকবাল

:
প্রকাশ: ৭ মাস আগে
হাফিজুর রহমান ইকবাল

বরিশালের উজিরপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান ইকবাল। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল কাপ-পিরিচ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তার প্রাপ্তভোট ৩১ হাজার ৩৫৫। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদ্যসাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। মোটর সাইকেল প্রতীক নিয়ে তিনি পান ২৮ হাজার ৫৫৯ ভোট।

চেয়ারম্যান পদের অপর দুই প্রার্থী সুখেন্দ্র শেখর বৈদ্য ১০ হাজার ৯৭২ ও জাসদ নেতা আবুল কালাম আজাদ পেয়েছেন ১০ হাজার ১০৩ ভোট।

এ উপজেলায় মোট ৩৭.৯৩ ভাগ ভোট পড়ে। ২ লাখ ২২ হাজার ২৬৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৮৪ হাজার ২২০ জন। এর মধ্যে অবৈধ ভোটাধিকার প্রয়োগ করেন ৩ হাজার ২৩১ জন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তালা প্রতীক নিয়ে মো. রফিকুল ইসলাম শিপন মোল্লা । তার প্রাপ্তভোট ৩৩ হাজার ২৯৪। প্রতিদ্বন্দ্বী  অপূর্ব কুমার বাইন রন্টু পান ৩০ হাজার ৫৪৬ ও এবিএম মিজানুর রহমান সবুজ ১৬ হাজার ২০১টি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী মোসা. মোর্শেদা পারভীন ফুটবল প্রতীক নিয়ে পান ৪৫ হাজার ৫৩ ভোট। প্রতিদ্বন্দ্বী  সীমা রানী শীল পেয়েছেন ৩৫ হাজার ৫৪৬ ভোট।

 

#