কক্সবাজারের কুতুবদিয়ায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে ইউনিয়ন ভূমি কার্যালয়ের মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেনের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনাসভায় ভূমি বিষয়ক নিয়মকানুন পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা, উত্তরাধিকার সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয়, জরিপে ভুল রেকর্ড হলে সমাধানের উপায়, ক্রয়সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয়, রেকর্ডীয় মালিকানা যাচাই, স্মার্ট নামজারি, স্মার্ট ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস, কে লিটন কুতুবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রিদুয়ান মোস্তফা, আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনাসভা শেষে শিক্ষার্থী ও সেবাগ্রহীতাদের নিয়ে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।