শিল্পকলার আয়োজনে ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ স্মরণ অনুষ্ঠান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ রোববার বিকাল সাড়ে পাঁচটায় স্টুডিও থিয়েটার হলে স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয় উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী, মহানায়িকা সুচিত্রা সেন এবং বিশিষ্ট যাত্রাভিনয় শিল্পী, যাত্রা পরিচালক অমলেন্দু বিশ্বাসকে নিয়ে। এদিকে সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্মরণ করা হয় উপমহাদেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব পণ্ডিত রবি শংকর ও ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। 

স্টুডিও থিয়েটারের আয়োজনে ১ম পর্বে স্মরণ করা হয় উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনকে। অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় সুচিত্রা সেনের জীবন ও কর্মের উপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নির্মিত ১০ মিনিটের বিশেষ প্রামাণ্যচিত্র। পরে সুচিত্রা সেন এর জীবন ও কর্মের উপর প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক অনুপম হায়াৎ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাল্গুনী হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঞ্চ সারথী আতাউর রহমান।

২য় পর্বে স্মরণ করা হয় একুশে পদকপ্রাপ্ত যাত্রাভিনয় শিল্পী ও পরিচালক অমলেন্দু বিশ্বাসকে। শুরুতেই প্রদর্শিত হয় তাঁর জীবন ও কর্মের উপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। এরপর ‘অমলেন্দু বিশ্বাস : শতাব্দীর এক অনন্য প্রতিভা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক মিলন কান্তি দে। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাপস সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকার ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

শিল্পকলার আয়োজনে ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ স্মরণ অনুষ্ঠান

সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্মরণ করা হয় উপমহাদেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব পণ্ডিত রবি শংকর ও ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। শুরুতেই পণ্ডিত রবি শংকরের জীবন ও কর্মের উপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পন্ডিত রবি শংকর এর স্মরণ অনুষ্ঠানে ‘পণ্ডিত রবি শংকর ও মুক্তিযুদ্ধ’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক আকলিমা ইসলাম কুহেলী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব সরকার। সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল।

  • বাংলাদেশ শিল্পকলা একাডেমি
  • #