বিমান বিধ্বস্তে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমার বিমান বিধ্বস্তে মৃত্যু হয়েছে। এর আগে তাকে নিয়ে উড়ে চলা সামরিক বিমান নিখোঁজের খবর পাওয়া যায়। বিমানটিতে ভাইস প্রেসিডেন্টের স্ত্রীসহ আরও ৯ জন আরোহী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। খবর সিবিএস নিউজ।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুন)  সকালে রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, সোমবার নিখোঁজ হওয়া মালাউই ডিফেন্স ফোর্সের বিমানটির উদ্ধার অভিযান শেষ হয়েছে। বিমানটিতে থাকা ভাইস প্রেসিডেন্ট সাওলোস ক্লাউস চিলিমাসহ ১০ জনকে চিকানগাওয়ায় পাওয়া গেছে। দুর্ভাগ্যবশত বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন।

  • ভাইস প্রেসিডেন্ট
  • মালাউ
  • #