প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক বলেন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার অবমূল্যায়নের মজ্জাগত অভ্যাস পরিহার করতে হবে। তথ্যের মালিক জনগণ তাই চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন- এটাই মন্ত্র। আর এই কারণে যে অফিসগুলোতে ওয়েবসাইট রয়েছে তাদের হালনাগাদ করে তথ্য রাখতে হবে, যাতে প্রদানযোগ্য তথ্য দেয়া থাকে।
তথ্য কমিশন উদ্যোগে এবং মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ৯টায় ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটির সদস্যগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সকল শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন।