এক তীব্র আশাবাদের বাণী নিয়ে আসছেন গীতিকবি মহুয়া বাবর। গানটিতে সুর সংযোজন করেছেন শিল্পী সুমন মোহাম্মদ হাফিজ। আর কণ্ঠ দিয়েছেন শিল্পী শিমু দে এবং শিল্পী সুমন মোহাম্মদ হাফিজ। সম্প্রতি ছায়ানট স্টুডিওতে উস্তাদ আলী এফ এম রেজওয়ানের সঙ্গীতায়োজনে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
গীতিকবি মহুয়া বাবর গানটির বাণী সাজিয়েছেন এভাবে- ‘পাখির কলকাকলিতে মধুর ঘুম ভাঙে/শিশিরের মুক্তো ঝরে পড়ে ভোরের সূর্য রাগে।’ গানটি সম্পর্কে মহুয়া বাবর বলেন, নতুন বছরের প্রভাতকে সামনে রেখে এই বাণীটি রচনা করেছি। আমি একজন ইতিবাচক আশাবাদী মানুষ। সেই সঙ্গে নিসর্গ এবং বাংলাদেশের প্রকৃতি আমার অনেক পছন্দের। নদী, গাছ এবং প্রভাত বারবার ফিরে ফিরে আসে আমার লেখনিতে।
মহুয়া বাবর প্রসঙ্গ নজরুল সঙ্গীতের (প্রনস) অর্থ সম্পাদক। তিনি একজন চিত্রকরও। শিল্পপতি জহিরউদ্দীন মোহাম্মদ বাবরের স্ত্রী তিনি। তাদের দুই সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় উচ্চতর পড়াশোনায় ব্যস্ত। কনিষ্ঠা কন্যা ঢাকার সিঙ্গাপুর স্কুলে পড়ছেন।