এবার ইলন মাস্কের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে
ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে কর্মক্ষেত্রে নারী কর্মীদের নানাভাবে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে। নিজের দুই কোম্পানি স্পেসএক্স এবং টেসলারে কর্মরত নারী কর্মীদেরকে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য বার বার প্রস্তাব দেন তিনি। এমনকি শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগ দেওয়া নারীদেরও ছাড় দেননি বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য ফাঁসসহ একরাশ অভিযোগ তোলা হয়েছে ইলন মাস্কের বিরুদ্ধে। হয়রানির শিকার নারীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সাক্ষাৎকার দেওয়া নারীদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, উভয় কোম্পানিতে এমন কর্মপরিবেশ ও সংস্কৃতি চালু করেছেন মাস্ক, যা নারীকর্মীদের জন্য অস্বস্তিকর।

অফিসে কাজের সময় এমনকি কোম্পানি বৈঠকের সময়েও কর্মী ও বোর্ড মেম্বারদের সামনে এলএসডি, কোকেন, কেটামাইন, এক্সটাসি প্রভৃতি মাদক গ্রহণ করেন বলে কয়েক দিন আগে অভিযোগ উঠেছে মাস্কের বিরুদ্ধে। তার রেশ না কাটতেই এবার উঠল নারী কর্মীদের যৌন হয়রানি করার অভিযোগ।

  • ইলন মাস্ক
  • টেসলার
  • #