টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার (১৭ জুন) সাইপ্রাসের বিপক্ষে ৪১ বলে ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান এস্তোনিয়ার সাহিল চৌহান। তার ইনিংসে ১৮টি ছক্কার পাশে চার ৬টি। এই ব্যাটসম্যান সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২৭ বলে! স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি এটিই।
আগের রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ ইনিংসের পথে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান তারকা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইয়ান নিকোল লফটি-ইটনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড টিকল না চার মাসও। গত ফেব্রুয়ারির শেষ দিকে নেপালের বিপক্ষে কীর্তিপুরে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন নামিবিয়ার এই ব্যাটসম্যান।
সাহিলের ১৮ ছক্কা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের হাযরাতউল্লাহ জাজাইয়ের ১৬ ছক্কা ছিল আগের রেকর্ড।