বানারীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ৬ মাস আগে

বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরপাড় বাজারে অগ্নিকাণ্ডে পুড়েছে দোকান ও বসতঘর। শুক্রবার (২১ জুন) সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়- উত্তরপাড় বাজারের একটি ফার্মেসি থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। টিনের তৈরি পাশাপাশি ১১টি দোকান ও একটি বসতঘর মুহূর্তে পুড়ে গেছে। বানারীপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

অগ্নিকাণ্ডে সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমানের পাঁচটি, তার চাচাতো ভাই  জাকির হোসেনের পাঁচটি ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জাকির হোসেনের মালিকানাধীন একটিসহ মোট ১১টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বানারীপাড়া ফায়ার সার্ভিসের দলনেতা ও ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন আরো জানান, অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করেছেন। আগুনের তীব্রতা বাড়লে পিরোজপুরের স্বরুপকাঠী (নেছারাবাদ) উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিটও তাদের সঙ্গে যোগ দেয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার, পৌরমেয়র সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন জাহান পলি।

  • অগ্নিকাণ্ড
  • বানারীপাড়া
  • #