ঋণখেলাপিদের নাম প্রকাশের দাবি সংসদ সদস্য এ কে আজাদের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

বাজেট আলোচনায় জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ এ কে আজাদ বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাবে খেলাপি ঋণ ১ লাখ ৮২ হাজার কোটি টাকা। মূলত খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ কোটি টাকা। এই টাকা কারা নিল, তা সবার জানা- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি, আপনি, স্বচ্ছতা ও জবাবদিহির জন্য সংসদে তাঁদের নাম প্রকাশ করুন। তাঁরাই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন।

রোববার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে  তিনি এ কথা বলেন।

স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, এখন যদি ১৫ শতাংশ কর দিয়ে তাঁদের টাকা আনতে দেওয়া হয়, এটা হবে অন্যায়। নির্বাচনি ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহিষ্ণুতা) ঘোষণা করেছে। সেখানে কীভাবে সার্বভৌম সংসদ কালোটাকা সাদা করার বৈধতা দিতে পারে, তা বোধগম্য নয়।

  • খেলাপি ঋণ
  • জাতীয় সংসদ
  • বাজেট
  • #