পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী-সন্তানরাও তার মতোই দুদকে হাজির হননি। সোমবার (২৪ জুন) তাদের হাজিরা দেওয়ার কথা ছিল। তবে তারা না আসার কারণ জানিয়ে গত বৃহস্পতিবার (২০ জুন) দুদকে লিখিত বক্তব্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন।
দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়ের ব্যক্তিগত শুনানির দিন ধার্য ছিল আজ সোমবার। কিন্তু তারা আজ দুদকে হাজির হননি। তারিখ বাড়ানোর আবেদনও দেননি। তবে তারা গত বৃহস্পতিবার বেনজীর আহমেদের সঙ্গে একসঙ্গে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন। সেখানে তাদের অবস্থান বর্ণনা করেছেন। তবে বেনজীর পরিবার লিখিত বক্তব্যে কী বলেছেন– সেই তথ্য জানাননি দুদক সচিব।