‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ অভিনেতার হাঙরের হামলায় মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

হাওয়াই দ্বীপে হাঙরের হামলায় মৃত্যু হলো হলিউড অভিনেতা টামায়ো পেরির। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। হাওয়াই দ্বীপে সার্ফিং এর সময়ে মারা যান ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ খ্যাত এ অভিনেতা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, রবিবার (২৩ জুন) বিকালে ওহুর হাওয়াই দ্বীপের মালেকাহানা সমুদ্র সৈকতে সার্ফিং করছিলেন টামায়ো পেরি। পরবর্তীতে হাঙরের আক্রমণে এক ব্যক্তির মারাত্মকভাবে আহত হওয়ার খবরে ছুটে যান স্থানীয়রা। পরে তারা সমুদ্র থেকে পেরির মরদেহ উদ্ধার করেন।

  • পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান
  • #