চাঁদের দক্ষিণ মেরুর মাটি পৃথিবীতে এল

:
প্রকাশ: ৬ মাস আগে

চীনের নভোযান চ্যাংই–৬ চাঁদের দক্ষিণ মেরুর অদেখা অঞ্চল থেকে মাটি ও পাথর নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া চাঁদের কাছাকাছি অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করলেও, চীনই প্রথম এই মাইলফলক স্পর্শ করল। এ পৃথিবীর একমাত্র দেশ হিসেবে অনন্য কীর্তির সাক্ষী হলো চীন।

বিবিসি জানিয়েছে- মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মঙ্গোলিয়ার প্রত্যন্ত অঞ্চল সিজিওয়াং ব্যানারে অবতরণ করে নভোযান চ্যাংই–৬। চাঁদের যে অংশ থেকে নমুনা আনা হয়েছে তা নিয়ে এখনও অনেক কিছু অজানা।

গত ৩ মে দক্ষিণ চীন থেকে রওনা দেয় মনুষ্যবিহীন নভোযানটি। এরপর ২ জুন এটি সফলভাবে চাঁদে অবতরণ করে। প্রায় দুই দিন ধরে চাঁদের দক্ষিণ মেরুর সবচেয়ে পুরানো এবং বড় গর্ত থেকে মাটি ও পাথর সংগ্রহ করে যানটি। এসব নমুনা সংগ্রহ করতে ব্যবহার করা হয় রোবট ও ড্রিল মেশিন।

এ ঘটনাকে চীনের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন জ্যোতির্পদার্থবিদ্যা ও মহাকাশ বিজ্ঞানীরা। এর মধ্যদিয়ে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে।

কারণ এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়া চাঁদের কাছাকাছি অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করলেও, এই অঞ্চলে পৌঁছাতে পারেনি। চীনই প্রথম এই মাইলফলক স্পর্শ করল।

  • চাঁদ
  • চীন
  • পৃথিবী
  • #