পেন পিন্টার পুরস্কার পেলেন অরুন্ধতী রায়

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

ভারতের বুকার পুরস্কার জয়ী অরুন্ধতী রায় তার সাহসী ও অটল দৃষ্টিভঙ্গির জন্য ২০২৪ সালের পেন পিন্টার পুরস্কার অর্জন করেছেন। আগামী ১০ অক্টোবর একটি অনুষ্ঠানের তাকে এই পুরস্কার প্রদান করা হবে এবং অনুষ্ঠানে তিনি দেবেন। খবর বিবিসি

নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে সাহসী দৃষ্টিভঙ্গিতে বিশ্বকে তুলে ধরার জন্য অসাধারণ সাহিত্যিক মূল্যবোধের লেখকদের পেন পিন্টার পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারটি ২০০৯ সালে দাতব্য সংস্থা ইংলিশ পেন দ্বারা চালু হয়েছে।

সংস্থাটি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সাহিত্যকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষ্যে কাজ করছে। এর আগে পেন পিন্টার পুরস্কার জয়ী লেখকদের মধ্যে রয়েছেন সালমান রুশদি, মার্গারেট অ্যাটউড, টম স্টপার্ড এবং ক্যারোল অ্যান ডাফি।

  • অরুন্ধতী রায়
  • #