ঢাবির সিনেটে বেনজীরের ডিগ্রি বাতিলের দাবি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেওয়া ডিগ্রি বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের একাধিক সদস্য। শর্ত শিথিল করে তাঁকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেন তাঁরা। বুধবার (২৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বার্ষিক অধিবেশনে বেনজীর প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।

অধিবেশনের শুরুতেই ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৯৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। এসময় ২০২৩-২৪ অর্থবছরের ৯৭৩ কোটি ৫ লাখ টাকার সংশোধিত বাজেটেরও অনুমোদন করা হয়। সে হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন অর্থবছরে বাজেটের আকার কমেছে। পরে শুরু হয় বক্তব্য। এ সময় কয়েকজন সিনেট সদস্য ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান।

শর্ত শিথিল করে বেনজীর আহমেদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবিএ প্রোগ্রামে ভর্তি ও ডিগ্রি নেওয়ার সুযোগ দেওয়ার সমালোচনা করেন সিনেট সদস্য এ বি এম ওবায়দুল ইসলাম, রঞ্জিত কুমার সাহা ও এম অহিদুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্য তুলে ধরে এর নিন্দা ও প্রতিবাদ জানান সিনেট সদস্য এ কে এম মাহবুব হাসান৷ তাঁর বক্তব্যের পর একজন সিনেট সদস্য এ বিষয়ে নিন্দা প্রস্তাব আহ্বান করেন। কিন্তু উপাচার্য এ এস এম মাকসুদ কামাল তা গ্রহণ করেননি। উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এ ধরনের মন্তব্য যিনি করেন, তাঁর রুচিবোধ নিয়েও প্রশ্ন ওঠে। এ সময় দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতিবাচক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বিএনপিপন্থি শিক্ষক সংগঠন সাদা দলের নেতা ওবায়দুল ইসলাম বলেন, মির্জা ফখরুল অন্যায় কিছু বলেননি।

সিনেট অধিবেশনে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের কড়া সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক জিনাত হুদা। শুধু তাঁরা দুজন নন, সব সিনেট সদস্যই প্রত্যয় স্কিম স্থগিত বা বাতিলের পক্ষে বক্তব্য দেন। প্রত্যয় স্কিম প্রত্যাখ্যানের প্রস্তাব উত্থাপন করেন জিনাত হুদা। নিজামুল হক তাঁকে সমর্থন করেন। উপাচার্য এটি গ্রহণ করেন। পাশাপাশি আলোচনার সম্ভাবনাগুলোর কথাও বলেন তিনি।

অধিবেশনে উপস্থিত ছিলেন সিনেট সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি শিক্ষকনেতাদের উদ্দেশে বলেন, আমি অনুরোধ করছি, আন্দোলনে যাওয়ার আগে আর কী কী সুযোগ বা সম্ভাবনা আছে, তা দেখুন।

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বেনজীর আহমেদ
  • সিনেট
  • #