বরিশালে কেন্দ্রীয় বাসস্টান্ডে ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের দাবি

: মোহাম্মদ আলী যোহেব, বরিশাল
প্রকাশ: ৬ মাস আগে

বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শিশুদের জন‍্য ব্রেস্টফিডিং কর্ণার স্থাপন শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ২৪তম ব্যাচের বরিশাল তরুণ ফেলোদের কার্যক্রমের অংশ হিসেবে তিন তরুণ নেতৃবৃন্দ শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের জন্য অ্যাডভোকেসি করছে। তারই ধারাবাহিকতায় তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে৷ তারা হলেন ২৪তম ব্যাচের ইয়ং লিডার ফেলো মো. তারিকুল ইসলাম (নয়ন), মহুয়া মান্নান আইভী, এবং মাসরূফ আল নাফিজ।

জনবহুল নথুল্লাবাদ বাস টার্মিনালে শিশুদের জন‍্য মাতৃদুগ্ধ পানের স্থান অতীব জরুরি। এখানে প্রতিদিন ৫০০০ এর অধিক নারী ও শিশুদের যাতায়াত রয়েছে। এখানে যাতায়াত কালীন সময়ে নারী এবং শিশুরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়। যেহেতু বাস টার্মিনালে আসা যাত্রীরা দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন, তাই এই সময়ে মাতৃদুগ্ধপানকারী শিশুদের খাদ্যচাহিদা পূরণে ব্রেস্ট ফিডিং কর্নার অতীব জরুরি। কিন্তু তা না থাকায় মায়েরা তাদের নবজাতক শিশুদের সময়মত খাওয়াতে পারছেন না যার ফলে শিশুরা খাদ্যাভাবে নানা রকম জটিলতায় ভোগে।

সংবাদ সম্মেলনে তরুণ ফেলোরা বলেন, আমরা তিনজন তিনটি ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মতাদর্শে বিশ্বাসী হলেও জনগণের কল্যাণে কাজ করার বিষয়ে একই সাথে অবস্থান করতে সক্ষম হয়েছি। আমরা রাজনৈতিক নেতারা যদি মতাদর্শের পার্থক্যকে রাজনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রেখে জনগণের কল্যাণে একত্রিত হয়ে কাজ করি তাহলে অনেক নাগরিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারি।

উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়দাবাদী দল ও জাতীয় পার্টির মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এর নেতারা।

  • বরিশাল
  • #