ভিসা ও বিএমইটি ছাড়পত্র থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় কর্মী প্রবেশ করতে না পারার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
আজ রোববার (৩০জুন) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হাসান দোলনের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, পুলিশের আইজি ও বায়রা মহাসচিবকে এ নির্দেশ দেয়া হয়। আইনজীবী তানভীর জানান, গণমাধ্যমের সংবাদ দেখে গত ২ জুন রিট আবেদন করা হয়। আজ রোববার শুনানি শেষে আদেশ দেন আদালত। আদালতে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার।
প্রসঙ্গত, গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি অংশ উড়োজাহাজের টিকিট সংগ্রহ করতে পারেনি। আর আরেকটি অংশ মালয়েশিয়া থেকে নিয়োগকর্তার চূড়ান্ত সম্মতি পায়নি। বিমানবন্দর থেকে তাদের গ্রহণ করার নিশ্চয়তা পাঠায়নি নিয়োগকর্তা।সএ অবস্থায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দুই আইনজীবী।