এবারের ইউরো কাপ ফুটবলে জর্জিয়াকে হারিয়ে স্পেন, ইতালিকে বিদায় করে সুইজারল্যান্ড, ডেনমার্ককে হারিয়ে স্বাগতিক জার্মানি এবং স্লোভাকিয়াকে হারিয়ে ইংল্যান্ড কোয়র্টার ফাইলালে ওঠে।
স্পেন বনাম জর্জিয়া : ৪-১
সেই প্রতিপক্ষের সামনে এই ম্যাচে খুব একটা পাত্তা পাওয়ার কথা না প্রথমবারের মতো ইউরো খেলতে আসা জর্জিয়ার। কিন্তু জর্জিয়ার পথচলা আসলে এখানে থামারই কথা, থামলও। দুর্দান্ত খেলেই স্পেন ম্যাচ জিতে নিল ৪-১ গোলে, ওঠে গেল ইউরোর কোয়ার্টার ফাইনালে। তবে বিদায় নেওয়ার আগে জর্জিয়াও উপহার দিয়ে গেল মুগ্ধ হওয়ার মতো কিছু মুহূর্ত।
সুইজারল্যান্ড বনাম ইতালি : ২-০
বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে ইতিহাসে দ্বিতীয়বারের মত ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। শেষ ষোলোর লড়াইয়ে ইতালিকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে সুইসরা।
ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া : ২-১
ইউরোর শেষ ষোলোর প্রথম ম্যাচেই অঘটন ঘটেছিল। ইতালিকে বিদায় করে সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ওঠে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ছিটকে যাওয়ার পরের দিন রানার্সআপ ইংল্যান্ডেরও বিদায়ের পথ তৈরি করেছিল স্লোভাকিয়া। প্রথমার্ধে তাদের জালে বল জড়িয়ে থ্রি লায়নদের জন্য ‘জায়ান্ট কিলারের’ রূপ ধারণ করেছিল স্লোভাকরা। কিন্তু দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জুড বেলিংহ্যাম গোল করে ম্যাচ ঘুরিয়ে দিলেন। তারপর একস্ট্রা টাইমে গড়ানো ম্যাচে হ্যারি কেইনের দুর্দান্ত হেডে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড।
জার্মানি বনাম ডেনমার্ক : ২-০
ডেনমার্ককে হারিয়ে করে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক জার্মানি। কেই হাভার্টজের পেনাল্টি ও জামাল মুসিয়ালার দুর্দান্ত এক গোলে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। ডর্টমুন্ডের অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে প্রচণ্ড বৃষ্টির কারণে প্রায় আধা ঘণ্টা খেলা বন্ধ ছিল।