চার বছরে মধ্যে এবারের জুনে সর্বোচ্চ সর্বোচ্চ রেমিট্যান্স এল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

অর্থনীতিতে সুখবর দিচ্ছে প্রবাসী আয়। সদ্যবিদায়ী জুন মাসে দেশে এসেছে ২৫৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, জুন মাসে রেমিট্যান্স এসেছে ২.৫৪২ বিলিয়ন বা ২৫৪ কোটি ২০ লাখ ডলার। যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে এক মাসে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে।

এদিকে সদ্যবিদায়ী জুন মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে এসেছে ২৩.৯১৫ বিলিয়ন বা ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার।

আইএমএফের কিস্তি ছাড়ে রিজার্ভ বেড়ে ২৬.৫ বিলিয়ন

  • ডলার
  • রেমিট্যান্স
  • #