স্ত্রীসহ রাজউক পরিচালকের বিরুদ্ধে মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) মো. মোবারক হোসেন ও তাঁর স্ত্রী সাহানা পারভীনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ পৃথক দুটি মামলা হয়। মামলা দুটির বাদী দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।

একটি মামলায় শুধু মোবারককে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদবিবরণী অনুযায়ী, তিনি ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।

অপর মামলার প্রধান আসামি সাহানা। স্বামী মোবারক দ্বিতীয় আসামি। মামলার এজাহারে বলা হয়, সাহানা ও মোবারক পরস্পর যোগসাজশে একে অপরকে সহযোগিতার মাধ্যমে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। উভয় এজাহারেই বলা হয়েছে, মামলা তদন্তকালে আরও কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে।

  • দুদক
  • রাজউক
  • #