সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এসময় বরিশাল-কুয়াকাটা সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় ববির প্রধান গেটের সামনে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল সড়ক অবরোধ করে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ সড়ক অবরোধে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও উপজাতি গোষ্ঠীর কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। এছাড়া এ দুটি কোটা কোনো ব্যক্তি একবারের বেশি ব্যবহার বন্ধের দাবি তোলেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তৃতা দেন, ববি শিক্ষার্থী ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম, সুজয় শুভ প্রমুখ।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের জনসাধারণের ভোগান্তির কথা বুঝিয়ে বললে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।